সিটি পলিটেকনিক ইনস্টিটিউটে ৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

৫২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

বাঙালির গৌরবের ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত পতাকার ৫২তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে একটি নতুন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছিল, যার নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। একাত্তরের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালির ওপর অতর্কিত হামলা চালালে ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষে সিটি পলিটেকনিক ইনস্টিটিউট খুলনার নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের চেয়ারম্যান ও অধ্যক্ষ জনাব এস.এম. জাহাঙ্গীর আলম। সভার শুরুতেই মহান স্বাধীনতার সংগ্রামে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয়। আলোচনা সভায় বক্তরা বলেন দীর্ঘ ৯ মাসে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা। ৫২তম এই স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার, দেশকে সুন্দর ভাবে গড়ে তুলবো। আলোচনায় সভায় আরো বক্তব্য রাখেন, মোঃ মাহবুবুল হক, চীফ ইনস্ট্রাক্টর (নন টেক), নাজমুল হুদা- বিভাগীয় প্রধান কম্পিউটার টেকনোলজি, ইয়াসিন খান- বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল টেকনোলজি, শেখ বুলবুল আহমেদ- বিভাগীয় প্রধান, সিভিল টেকনোলজি, জিএম আবু হুরায়রা- বিভাগীয় প্রধান মেকানিক্যাল টেকনোলজি, মোঃ মুজাহিদুল ইসলাম- বিভাগীয় প্রধান, ইলেকট্রনিক্স টেকনোলজি, শেখ মোঃ খায়রুল ইসলাম- বিভাগীয় প্রধান, টেক্সটাইল টেকনোলজি। এছাড়াও শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম রাহাত- ৭ম পর্ব মেকানিক্যাল টেকনোলজি, মমিনুল ইসলাম- ১ম পর্ব ইয়ার্ণ মেনুফ্যাকচারিং সহ অনেকে।

মন্তব্য করুন