ফেব্রিক ম্যানুফেকচারিং

ফাইবার হতে বিভিন্ন প্রক্রিয়ায় ইয়ার্ন প্রস্তুত করার পর ঐ ইয়ার্ন দ্বারা উইভিং এর মাধ্যমে ওয়ার্প এবং ওয়েফটের ইয়ার্নে পরষ্পর বন্ধন তৈরী করে, লুপের সাহায্যে মানুষের পরিধেয় এবং প্রয়োজনীয় ব্যবহারের  যে সকল দ্রব্য উৎপাদিত হয় তাকে ফেব্রিক বা গার্মেন্টস বলে।

গার্মেন্টসের বৈশিষ্ট্যঃ–

১. গার্মেন্টসের একটি নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রস্থ থাকতে হবে।

২. গার্মেন্টসের স্ট্রাকচার বিভিন্ন রকমের হতে পারে।

৩. কমফোর্টনেস থাকতে হবে।

৪. টেকসই ও ডিউরেবল হতে হবে।

৫. গার্মেন্টসে লাসচার এবং স্মুথনেস থাকতে হবে।

৬. গার্মেন্টসের স্ট্রেন্থ খুব ভাল হতে হবে।.

৭. তাপ সহনশীল হতে হবে।

৮. গার্মেন্টসের মইসচার রিগেইন কোয়ালিটি থাকতে হবে।

উইভিং-এ ব্যবহৃত ইয়ার্নের গুনাবলীঃ-

১. ইয়ার্নকে অবশ্যই ইউনিফর্ম হতে হবে।

২. ইয়ার্নকে অবশ্যই পরিষ্কার হতে হবে।

৩. ইয়ার্নকে অবশ্যই মজবুত হতে হবে যাতে উইভিং এর সময় চাপ, এবং ফ্রিকশনের কারনে ইয়ার্ন ছিঁড়ে না যায়।

৪. ইয়ার্নের নট স্ট্যান্ডার্ড আকার ও আকৃতির হতে হবে যাতে শাটলের মধ্যে দিয়ে খুব সহজে  চলাচল করতে পারে।

৫. ওয়ার্প ইয়ার্নে সমানভাবে সাইজ ম্যাটেরিয়াল দিতে হবে।

৬. সাইজ ম্যাটেরিয়াল ওয়ার্প ইয়ার্নে এমনভাবে দিতে হবে যাতে ঘর্ষণ হতে ওয়ার্প ইয়ার্নকে রক্ষা করতে পারে।

৭. উইভিং মেশিনে ওয়ার্প ইয়ার্ন ভালভাবে সেট করতে হবে যাতে সকল স্থানে সমান টেনশন থাকে।

৮. ইয়ার্নের অবশ্যই ইলাস্টিসিটি থাকতে হবে।

৯. প্রত্যেকটি ইয়ার্ন সমান দৈর্ঘ্যের হতে হবে এবং কোন ছেঁড়া ইয়ার্ন যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

১০. ওয়েফট ইয়ার্নকে অবশ্যই নট ফ্রি হতে হবে।

১১. ইয়ার্ন অবশ্যই হেয়ারিনেশ মুক্ত হতে হবে।

মন্তব্য করুন