ওয়েট প্রসেসিং টেকনোলজি

উইভিং থেকে প্রাপ্ত কাপড় বা টেক্সটাইল সামগ্রী ওপর পানি ও বিভিন্ন রাসায়নিক পদার্থ সহযোগে কয়েকটি পর্যায়ক্রমিক ধাপ সম্পন্ন করে, ব্যবহার উপযোগী কাপড় তৈরী করার যে পদ্ধতি সেটাই হলো ওয়েট প্রসেসিং। টেক্সটাইল প্রসেসিংয়ের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ওয়েট প্রসেসিং । কারন এ প্রক্রিয়ার মাধ্যমে কাপড় ব্যবহার উপযোগী করে তোলা হয় এবং কাপড়ের গুনগত মান পরীক্ষা করা হয় ।

ওয়েট প্রসেসিংয়ের মূল উপাদান হলো পানি ও বিভিন্ন রাসায়নিক পদার্থ । প্রতিদিন প্রচুর পরিমান পানি ব্যবহার হয়ে থাকে ওয়েট প্রসেসিং ইন্ডাস্ট্রিতে । প্রায় ১০০ লিটার পানি ব্যবহার করা হয়ে থাকে ১ কেজি টেক্সটাইল দ্রবের জন্য । তবে সব রকম পানি ওয়েট প্রসেসিংয়ে ব্যবহার করা যায় না । নির্দিষ্ট পিএইচ (PH), রং, খরতা, অম্লতা ইত্যাদি বিষয়গুলো পরীক্ষা করে নেয়া হয় ব্যবহারের আগে। মাটির প্রায় ৮০০ ফুট নিচের পানি উত্তোলনে করে সেই পানিকে পিউরিফিকেশন করা হয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট (WTP) এর মাধ্যমে । এরপর উক্ত পানি ওয়েট প্রসেসিংয়ে ব্যবহার করা হয়ে থাকে।

মন্তব্য করুন