উপদেশ বাণী

উপদেশ বাণী

-আজিজুর রহমান

উপদেশ বাণী

-আজিজুর রহমান

গুরুজনকে করিও সম্মান

কথা বলিও নতস্বরে

মনের অজান্তে কর যদি ভুল

ক্ষমা চাহিয়ো বারেবারে।

অহংকার আর ভেদাভেদ ভুলে

মিশে যাও তুমি সবার সনে

বড় হতে চাও তবে শুনে নাও

কষ্ট দিয়ো না কারো মনে।

অহংকার সেতো মনের কালিমা

মুছে ফেলো তাড়াতাড়ি

সময় আছে অল্প হাতে

ষ্টেশনে অপেক্ষায় ওপারের গাড়ি।

অর্থ সম্মান দেযার মালিক খোদা

করো যদি বাড়াবাড়ি

কেড়ে নিবে তাহা অর্জিত যাহা

থাকবেনা তার কোন কানাকড়ি।

হিংসা বিদ্বেষ মাথায় রেখে

যদি করো ইবাদাত

কবুল হবে না খোদার সনে

পাবেনা তুমি কখনো নাযাত।

বিপদ কখন আসিবে কাহার

জানে না সেকথা কেউ

ভুলের কথা স্মরণ করে

কাঁদে শুধু হেউ মেউ।

পৃথিবী জুড়ে বিচারনের সীমানা

কিন্তু পাপের সীমানা অল্প

লংঘন করিলে বিপদে পড়িবে

তাই দিওনা চোখ বুঁজে লম্প।

মাত্রা ছাড়া হইও না বড়

পড়বে ঝড়ের কবলে

আবার অতি মাত্রায় হইও না ছোট

ছাগলে খাইবে মনের ভুলে।

দাঁত থাকতে দাঁতের মর্যাদা

বোঝে বা তা ক’জন

হারাইলে দাঁত না বোঝে সে স্বাদ

ভরে না তার খেয়ে মন।

তাই মাত্রা ছাড়া জীবন লিখো না

হইবে বাক্য হারা

বিপদে পড়িবে আসানও মিলিবে

তোমার পাল্টাবে জীবন ধারা।

*********************

মন্তব্য করুন