টেলিকমিউনিকেশন টেকনোলজি কি?
যোগাযোগের লক্ষে নির্দিষ্ট দূরত্বে সিগন্যাল প্রেরণ এবং গ্রহণই হল টেলিকমিউনিকেশ বা সংক্ষেপে টেলিকম। Antonic Mencci, Alexander Graham Bell, Guglielmo, Marconi, John Ligia Boird এদের হাত ধরেই Telecommunication এর সূচনা হয়ে বর্তমান অবস্থায় এসে পৌছেছে। আর টেলিকমিউনিকেশন টেকনোলজি বা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং হল, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক বিভিন্ন সরকারী ও বেসরকারী পলিটেকনিক ইন্সিটিটিউটে চালুকৃত বর্তমান সময়ের যুগোপযোগী ও চাহিদাসম্পন্ন একটি ৪ বছর মেয়াদী ৮ সেমিস্টার ভিত্তিক ডিপ্লোমা কোর্স।
আধুনিক প্রযুক্তি ও ICT এর অগ্রযাত্রার সাথে সঙ্গতি রেখে ডিজিটাল বিশ্বে টেলিকমিউনিকেশনের অবদান এখন আকাশ ছোয়া। স্যাটেলাইট, টিভি স্টেশন, রেডিও স্টেশন, মোবাইল ফোন, ইন্টারনেট, রাডার সহ IT এর অবদানের কারনে বিশ্ব এখন হাতের মুঠোয়। উন্নত প্রযুক্তি ও ডিজিটাল স্যাটেলাইট টেলিকমিউনিকেশন খাতে এনে দিয়েছে অভূত পরিবর্তন। BTRC, BTCL, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, আবহাওয়া অধিদপ্তর, অপটিক্যাল ফাইবার ক্যাবল কোম্পানি, টিভি ও রেডিও চ্যানেল, মোবাইল অপারেটর, ডিজিটাল মার্কেটিং সহ সরকারী ও বেসরকারী কোম্পানিগুলোতে সৃষ্টি হয়েছে চাকুরির ক্ষেত্র। এই খাত গুলোতে প্রয়োজন দক্ষ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের।
কর্মক্ষেত্র
- বর্তমানে বাংলাদেশে টেলিকমিউনিকেশন সেক্টরে ব্যাপক অগ্রগ্রতি সাধিত হয়েছে। Telecommunication এর ফলে ইঞ্জিনিয়ারদের নতুন নতুন কাজের সুযোগ রয়েছে। মোবাইল কোম্পানি গুলো যেমন- গ্রামীণফোন, একটেল, সিটিসেল, বাংলালিংক এবং সরকারী/বেসরকারী ল্যান্ডফোন কোম্পানী সমূহ যেমন-বিটিটিবি, বিটিআরসি, ঢাকা ফোন, রাংসটেল এসব প্রতিষ্ঠানে ও সহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ রয়েছে।
- বাংলাদেশ টিভি ষ্টেশন বেসরকারী টিভি চ্যালেন যেমন-ATN Bangla, Channel I, Channel 24, NTV প্রভৃতি চ্যানেল সমূহে প্রকৌশলী পদে অসংখ্য চাকরির সুযোগ রয়েছে।
- বাংলাদেশ বেতার, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, রাডার ষ্টেশন ও টেলিভিশন এর টেলিগ্রাম বোর্ড উপ-সহকারী প্রকৌশলী পদে চাকরির সুযোগ রয়েছে।
- সরকারী-বেসরকারী সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, এস.এস.সি ভোকেশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ও বিভিন্ন ল্যাবে Communication কাজ করার পর্যাপ্ত পদ রয়েছে।