পরীক্ষা সংশ্লিষ্ট সমন্বিত শৃঙ্খলাবিধি, উপবিধি ও প্রয়োগ পদ্ধতি (বোর্ড কর্তৃক অনুমোদিত)
১২ | প্রশ্নপত্র বা উহার অনুলিপি বা সাদা উত্তরপত্র বাহিরে পাচার করা | ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী দুই শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না। |
১৩ | প্রশ্নপত্র/ অলিখিত উত্তরপত্র/ পরীক্ষা সংক্রান্ত অন্যান্য মালামাল বেআইনীভাবে পাওয়ার চেষ্টা করা | ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী দুই শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না। |
১৪ | পরীক্ষা কক্ষে, কেন্দ্রের প্রাঙ্গনে বা কেন্দ্রের ১০০মিটারের মধ্যে কোন কক্ষ পরিদর্শককে বা সংশ্লিষ্ট অন্য কোন কর্মকর্তা/ কর্মচারীকে আক্রমণ করা বা আক্রমণের চেষ্টা করা | ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না। |
১৫ | উত্তরপত্র দাখিল না করিয়া পরীক্ষা কক্ষ ত্যাগ করা/ ত্যাগ করার চেষ্টা করা। | ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না। |
১৬ | রোল নম্বর পরিবর্তন/ পরস্পর বিনিময় করা অথবা অন্যায়ভাবে হস্তক্ষেপ করা। | ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না। |
১৭ | কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন করা। | ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না। |
১৮ | পরীক্ষা চলাকালিন সময়ে অথবা পরীক্ষা শেষে মূল উত্তরপত্রের সঙ্গে অননুমোদিত অতিরিক্ত উত্তরপত্র কিংবা শীট সংযোজন করা বা করার চেষ্টা করা। | ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না। |
১৯ | মিথ্যা পরিচয় দিয়া পরীক্ষা কক্ষে অন্যের হইয়া পরীক্ষায় অংশগ্রহণ করা/ অংশগ্রহণের চেষ্টা করা | ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না। মিথ্যাপরিচয়দানকারী ব্যক্তির বিরুদ্ধে পরীক্ষা দুর্নীতি সংক্রান্ত অধ্যাদেশ অনুসারে ব্যবস্থা নেওয়া হইবে। |
২০ | নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা | ঐ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না। |
২১ | পরীক্ষা অনুষ্ঠান সম্পর্কে কোন কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হইলে অথবা পরীক্ষায় ঢালাওভাবে অসদুপায় অবলম্বন করা হইলে বা অবলম্বন করার অবস্থা সৃষ্টি হইলে | ঐ পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা আংশিকভাবে/ সামগ্রিক ভাবে অথবা পরীক্ষা কেন্দ্র বাতিল করা হইবে। |