নিয়মশৃঙ্খলা

পরীক্ষা সংশ্লিষ্ট সমন্বিত শৃঙ্খলাবিধি, উপবিধি ও প্রয়োগ পদ্ধতি (বোর্ড কর্তৃক অনুমোদিত)

#অসদুপায়/ অপরাধসমূহশাস্তিমূলক ব্যবস্থাসমূহ
পরীক্ষা কক্ষে পানি পান করা ভিন্ন বিনা অনুমতিতে অন্য কিছু পান করা বা খাওয়াপরীক্ষার্থীর নিকট হইতে উত্তরপত্র রাখিয়া তাহাকে পরীক্ষা কক্ষ হইতে বাহির করিয়া দেওয়া হইবে।
aপরীক্ষা কক্ষে এদিক-ওদিক তাকানো এবং অপরাপর পরীক্ষার্থীর সঙ্গে কথা বলাসংশ্লিষ্ট উত্তরপত্র বাতিল করা হইবে।
পরীক্ষার সহিত সংশ্লিষ্ট বিষয়ে আপত্তিকর/ অননুমোদিত কাগজপত্র সঙ্গে থাকাঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে
টেবিল/ চেয়ার/ দেওয়াল/ ইনস্ট্রুমেন্ট/ পরীক্ষা কক্ষে পরিধেয় পোশাক ইত্যাদিঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী এক শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
অন্য পরীক্ষার্থীর/ পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখিয়া নকল করা। (এই ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে দেখাইতেছে প্রমাণিত হইলে তাকেও সমান শাস্তির সুপারিশ করিতে হইবে। উভয়ের সংশ্লিষ্ট অংশ লাল কালির দ্বারা নিম্নরেখা করিতে হইবে)। ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী এক শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
উত্তরপত্রে প্রশ্নপত্রের সহিত সম্পর্ক বিবর্জিত আপত্তিকর কিছু লেখা অথবা অযৌক্তিক মন্তব্য বা অনুরোধ করা।ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী এক শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
পরীক্ষা কক্ষে অপরকে অপরাধ করতে সাহায্য করা।ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী এক শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
কক্ষ পরিদর্শক/ কক্ষ তত্ত্বাধায়ক/ ভারপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীকে গালাগালি করা বা ভীতি প্রদর্শন করা।ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী দুই শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
পরীক্ষাকক্ষে বাঁধা-বিঘ্ন সৃষ্টি করা বা গোলযোগ করা।ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী দুই শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
১০দোষণীয় কাগজপত্র কক্ষ পরিদর্শককে না দিয়া তাহা নাগালের বাহিরে ফেলিয়া দেওয়া বা তাহা গিলিয়া খাওয়া।ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী দুই শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
১১একই উত্তরপত্রে দুই রকম/ দুই ব্যক্তির হাতের লিখা প্রতীয়মান হইলে।ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী দুই শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
১২প্রশ্নপত্র বা উহার অনুলিপি বা সাদা উত্তরপত্র বাহিরে পাচার করাঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী দুই শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
১৩প্রশ্নপত্র/ অলিখিত উত্তরপত্র/ পরীক্ষা সংক্রান্ত অন্যান্য মালামাল বেআইনীভাবে পাওয়ার চেষ্টা করাঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী দুই শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
১৪পরীক্ষা কক্ষে, কেন্দ্রের প্রাঙ্গনে বা কেন্দ্রের ১০০মিটারের মধ্যে কোন কক্ষ পরিদর্শককে বা সংশ্লিষ্ট অন্য কোন কর্মকর্তা/ কর্মচারীকে আক্রমণ করা বা আক্রমণের চেষ্টা করাঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
১৫উত্তরপত্র দাখিল না করিয়া পরীক্ষা কক্ষ ত্যাগ করা/ ত্যাগ করার চেষ্টা করা।ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
১৬রোল নম্বর পরিবর্তন/ পরস্পর বিনিময় করা অথবা অন্যায়ভাবে হস্তক্ষেপ করা।ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
১৭কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন করা।ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
১৮পরীক্ষা চলাকালিন সময়ে অথবা পরীক্ষা শেষে মূল উত্তরপত্রের সঙ্গে অননুমোদিত অতিরিক্ত উত্তরপত্র কিংবা শীট সংযোজন করা বা করার চেষ্টা করা।ঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
১৯মিথ্যা পরিচয় দিয়া পরীক্ষা কক্ষে অন্যের হইয়া পরীক্ষায় অংশগ্রহণ করা/ অংশগ্রহণের চেষ্টা করাঐ পর্ব/ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না। মিথ্যাপরিচয়দানকারী ব্যক্তির বিরুদ্ধে পরীক্ষা দুর্নীতি সংক্রান্ত অধ্যাদেশ অনুসারে ব্যবস্থা নেওয়া হইবে।
২০নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করাঐ বৎসরের পরীক্ষা বাতিল করা হইবে এবং পরবর্তী তিন শিক্ষাবর্ষের জন্য পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হইবে না।
২১পরীক্ষা অনুষ্ঠান সম্পর্কে কোন কেন্দ্রে অনিয়ম পরিলক্ষিত হইলে অথবা পরীক্ষায় ঢালাওভাবে অসদুপায় অবলম্বন করা হইলে বা অবলম্বন করার অবস্থা সৃষ্টি হইলেঐ পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা আংশিকভাবে/ সামগ্রিক ভাবে অথবা পরীক্ষা কেন্দ্র বাতিল করা হইবে।