প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত বিশ্ব শ্রেষ্ঠ ম্যানগ্রোভ অপরূপ সুন্দরবন । রূপসা ,ভৈরব , চিত্রা , ও গড়াই নদীর তীরে বাংলাদেশের দক্ষিণ -পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প নগরী খুলনা এর শিল্পসমৃদ্ধ খালিশপুরে অবস্থিত ২০০৩ সালে সর্বপ্রথম বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত সিটি পলিটেকনিক ও সিটি মেডিকেল ইনস্টিটিউট । নিজস্ব ক্যাম্পাস আর সুবিশাল পরিসরে সম্পূর্ন রাজনীতি ও ধূমপান মুক্ত পরিবেশে এর শিক্ষাক্রম পরিচালিত হয়ে আসছে । বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদনে কম্পিউটার টেকনোলজির ৪৪ জন ছাত্র-ছাত্রী নিয়ে এর যাত্রা । হাটি হাটি পা পা করে আজ এর টেকনোলজির সংখ্যা ১৭ টি এবং বর্তমান ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় ৪০০০ জন । অনুমোদন পাওয়ার পর থেকে এ প্রতিষ্ঠানের পাশের হার সন্তোষজনক । নিজস্ব বহুতল ভবন এ এর শিক্ষাক্রম পরিচালিত হচ্ছে । ছাত্র-ছাত্রীদের পৃথক পৃথক নিবাস সহ শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারীদের আবাসস্থল নির্মাণের ইতিমধ্যে জায়গা ক্রয়সহ এর বাস্তবায়নের কাজ শুরু হয়েছে । অদূর ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদের উচ্চতর ডিগ্রির জন্য যুগোপযোগী আধুনিক টেকনোলজি সহ B.Sc গ্র্যাজুয়েশন কোর্স খোলার পরিকল্পনা রয়েছে ।