আমাদের কথা

City Polytechnic Institute Khulna

বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ । এ শতাব্দীতে বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যে উন্নতি সাধিত হয়েছে তা সমগ্র বিশ্বকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করেছে । আজকের এ বিশ্ব প্রতিযোগিতায় টিকে থেকে অর্থনৈতিক যুদ্ধে জয়ী হতে হলে আমাদের তরুণদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে । যুগোপযোগী শিক্ষার মাধ্যমে মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজেকে স্থান করে নিতে হবে । যুগের দাবি পূরণের এ মহিত লক্ষকে সামনে রেখে সরকারি অনুমোদনে আব্দুল মালেক ফাউন্ডেশন এর পরিচালনায় বিভাগীয় শহর খুলনায় সিটি পলিটেকনিক ইনস্টিটিউট সর্বপ্রথম ও সর্ববৃহৎ বেসরকারি ইনস্টিটিউট হিসাবে পরিচিতি লাভ করেছে । বর্তমানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার , ইলেক্ট্রনিক্স , ইলেকট্রিক্যাল , সিভিল , টেলিকমিউনিকেশন , মেকানিকাল , মেরিন , ইয়ার্ন ম্যানুফেকচারিং, ফেব্রিক ম্যানুফেকচারিং, ওয়েট প্রসেসিং, এপারেল ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত । আমাদের আরো নতুন নতুন কোর্সসমূহ খোলার পরিকল্পনা রয়েছে । দক্ষিণ অঞ্চলে আমরাই সর্বপ্রথম কারিগরি শিক্ষা বিস্তার ও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছি ।