ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করার পর শিক্ষার্থীরা ঢাকার অদুরে গাজীপুর অবস্থিত ঢাকা প্রকৌশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও ওআইসি পরিচালিত দেশের একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামী ইনস্টিটিউট অব টেকনোলজি সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ভর্তির সুযোগ রয়েছে। এছাড়াও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ আইইবির অধীনে ২ বছরের AMIE কোর্স করে বিএসসি ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে।