- যে কোন সালে এসএসসি বিজ্ঞান/বানিজ্য/মানবিক/ভোকেশনাল পরীক্ষায় নূন্যতম জিপিএ ২ বা দ্বিতীয় বিভাগ প্রাপ্ত ছাত্রছাত্রীরা ভর্তির যোগ্য।
- এইচএসসি বিজ্ঞান উত্তীর্ন ছাত্রছাত্রীরা ৩য় পর্বে এবং এইচএসসি (ভোকেশনাল) উত্তীর্ন ছাত্র-ছাত্রীরা ৪র্থ পর্বে সরাসরি ভর্তি হতে পারবে।
- বাকাশিবোর সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়ম পরিবর্তনযোগ্য।
প্রতি বছর এসএসসি/দাখিল/সমমান পরীক্ষার ফল প্রকাশের পরই ভর্তি কার্যক্রম শুরু হয়।
বছরে একবারই ভর্তি করা হয়।