৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

কম্পিউটার ল্যাব

সিটি পলিটেকনিক ইন্সটিটিউটে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চার(৪) বছর মেয়াদী শিক্ষাক্রম পরিচালিত হয়। চার বছর মেয়াদী শিক্ষাক্রম আটটি(৮) পর্বে বিভক্ত যাদের সেমিষ্টার বলা হয়। এক একটি সেমিষ্টারের কার্য দিবস ১৬-১৮ সপ্তাহ। সে হিসেবে প্রতি বর্ষের কার্য দিবস ৩২-৩৬ সপ্তাহ। নির্ধারিত কার্য দিবস শেষ হওয়ার পর পর্ব সমাপণি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এখানে ৭ সেমিষ্টার বিভিন্ন থিওরী ও ব্যাবহারিক বিষয়ের উপর ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং শেষের ৮ম পর্বে বিভিন্ন কলকারখানায় বাস্তব কর্মক্ষেত্রে ৬ মাসের ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং করার পরে কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহন করে সনদ পাওয়া যায়। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিকের পরীক্ষা একই বোর্ডের অধীনে একই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠিত হয়।